প্রতিনিধি ৩১ আগস্ট ২০২১ , ৬:৩৩:৪৮ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ ছাতকের গোবিন্দগঞ্জ টু সুনামগঞ্জ রেলওয়ে রুটে মদনপুরে ( দিরাই রাস্তা মোড়) রেলস্টেশনের দাবিতে জনসমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচির শুভ উদ্ভোধন। বিকাল ৫ টায় জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফিমেল একাডেমীর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে, সদস্য শাহজাহান সিরাজের সঞ্চালনায় ১ লা সেপ্টেম্বর হতে ৭ ই সেপ্টেম্বর পর্যন্ত দিরাই পৌরশহরের থানা পয়েন্ট, বাসস্ট্যান্ড পয়েন্ট, আখড়া পয়েন্টসহ দিরাইয়ের বিভিন্ন বিশেষ জায়গায় গণস্বাক্ষর গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আহ্বায়ক জামিল চৌধুরী বলেন অবহেলিত হাওর এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।বর্তমান সরকার উন্নয়নের জন্য সর্বদাই কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক কিছু প্রতিহিংসার কারনে আমরা রাস্তাঘাট, শিক্ষা, হাওর বিলাসসহ সামগ্রিক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। মদনপুর ( দিরাই রাস্তার মোড়)৫ টি উপজেলার সংযুক্ত রাস্তা। যেই রাস্তায় প্রতিদিনই সিলেট ও ঢাকাগামী হাজারো হাজারো মানুষ যানবাহনে চলাচল ও ব্যবসায়িক, শিক্ষা, অফিসিয়াল কর্মকাণ্ডে যাতায়াত করে থাকে। মদনপুর পয়েন্ট হলো হাওর এলাকা দিরাই, শাল্লা, জামালগঞ্জ, শান্তিগঞ্জ উপজেলার প্রধান সংযোগ সড়ক হওয়ায় যুক্তিযুক্ত দাবিতে মদনপুরে রেলস্টেশন স্হাপনের জন্য জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আশিক চৌধুরী,কানাডা প্রবাসী রফিকুল হক ময়না,রাজনীতিবিদ আমিনুল ইসলাম আমিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী, মাও: গিয়াস উদ্দিন, শামসুল আলম চৌধুরী, আব্দুস সালাম চৌধুরী,মানবজমিন দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ, সজিব রশিদ চৌধুরী,সমাজকর্মী ও ব্যবসায়ী শাহ আলম,বাংলাদেশ পুস্তক সমিতি দিরাই উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুকনুজ্জামান জহুরী,শিক্ষানবিশ আইনজীবী এমদাদ সর্দার,
ইউপি সদস্য লাল মিয়া, মাও: আবিদুর রহমান,শামসুজ্জামান লিতছন, গণমাধ্যমকর্মী আক্তার সাদিক, রবিনুর আহমদ চৌধুরী, ব্যবসায়ী এহিয়া আহমদ লিটন, শাহাদাৎ জয় প্রমুখ।