• করোনা ভাইরাস নিউজ

    ভোলা তজুমদ্দিনে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২১ , ১:৪৪:৪৫ অনলাইন সংস্করণ

    এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন ভিত্তিক কোভিড-১৯ গণটিকা দান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদের টিকা গ্রহনের জন্য ইতোমধ্যে প্রচার প্রচারনা চালিয়েছে উপজেলা প্রশাসন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৬শত করে প্রায় ৩ হাজার মানুষকে কোভিড-১৯ এর গণটিকা দেয়ার লক্ষ নিয়ে কাজ করছে স্বাস্থ্য কর্মিরা। বয়স্ক নারী পুরুষ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
    চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ টিকা কেন্দ্র পরিদর্শন কালে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও এমপি শাওনের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন গ্রহনে আগ্রহী হয়,আমরা সেইভাবে কাজ করছি।

    উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু জানান, যুবলীগ নেতা কর্মিরা উপজেলা ব্যাপী টিকাদান কর্মসুচিতে সেচ্ছাসেবী হিসাবে কাজ করছে।
    উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম জানান, সরকারের কোভিড-১৯ এর গণটিকা দান কর্মসুচি সফল বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে খোঁজ খবর রাখছি। জনগণের উপস্থিতি নিশ্চিত করতে প্রচার প্রচারনা সহ যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কেন্দ্র গুলোতে মানুষের উপস্থিতি সন্তোষজনক দেখা গেছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content