প্রতিনিধি ১৫ আগস্ট ২০২১ , ১২:৪১:১৮ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা অভিযান চালিয়ে চোরাকারবারিদের কাছ থেকে ১১টি ভারতীয় গরু আটক করেছে। শনিবার রাতে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জাফলংয়ের পুরাতন সংগ্রাম পুঞ্জি এলাকা থেকে গুরু গুলো আটক করা হয়।
বিজিবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ আগষ্ট) রাতে সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তারিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে গোয়াইনঘাটের জাফলং পুরাতন সংগ্রাম
পুঞ্জি এলাকার আন্তর্জাতিক সীমা রেখা ৭২ এর ২ নং সাব পিলারের কাছে পিয়াইন নদীর পাড় থেকে বাংলাদেশে পাঁচারকালে ১১টি ভারতীয় গরু আটক করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু পাচারকারীরা দৌঁড়ে পালিয়ে যায়।
বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃত গরুগুলো সোমবার কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে বলে বিজিবি সূত্রে জানা যায়।