• সারাদেশ

    বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জের মানববন্ধন

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২১ , ৮:৫৪:০৩ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচারের সম্মুখিন করতে তদন্ত কমিশন গঠন এবং মরণোত্তর বিচার আইন প্রণয়নের দাবীতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বুধবার সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এম আব্দুল হাই পীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ বি এম ফজলুল কবিরের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক নান্দনিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিষ্টার এনামুল কবির ইমন, আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নান্টু রায়, দপ্তর সম্পাদক এডভোকেট নুরে আলম ছিদ্দিকী উজ্জ্বল, আব্দুল ওয়াহিদ মজনু, কবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মনির হোসেন, আব্দুল গফুর, এডভোকেট হাসান মাহমুদ সাদী, আওয়ামীলীগ নেতা সবির তালুকদার বাপ্টু, রুয়েল তালুকদার, নোভা চৌধুরী প্রমুখ। মানববন্ধন শেষে ব্যারিষ্টার এনামুল কবির ইমনের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

    আরও খবর

    Sponsered content