• অনিয়ম / দুর্নীতি

    প্রতারণা ও শৃঙখলা ভঙ্গের দায়ে সেলিম মাহবুবকে ইউনানী কন্ঠ থেকে অব্যাহতি

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২১ , ৯:০২:৩১ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ ইউনানী কন্ঠ ও ইউনানী কন্ঠ ডটকম এর ছাতক সংবাদদাতা সেলিম মাহবুবকে অব্যাহতি দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।

    সেলিম মাহবুব সাপ্তাহিক ইউনানী কন্ঠ ও ইউনানী কন্ঠ ডটকম এর ছাতক উপজেলার প্রাথমিক সংবাদদাতা মনোনিত হওয়ার পর থেকে পত্রিকার নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম, ধোকাবাজি, পত্রিকার বিজ্ঞানের অর্থ আত্মসাৎ ও শৃঙখলা ভঙ্গসহ বিভিন্ন অপকর্মের কারণে আজ বুধবার (১৮ আগস্ট ২০২১) সম্পাদকমণ্ডলীর সিদ্ধার্থক্রমে তাকে এ অব্যাহতি দেয়া হয়েছে।

    উক্ত সেলিম মাহবুব ইউনানী কন্ঠ ও ইউনানী কন্ঠ ডটকম এর পরিচয় কোথাও দেয় বা পত্রিকার নাম ব্যবহার করে কোন অনৈতিক কাজে জড়িত হলে তার দায় দায়িত্ব পত্রিকা কর্তৃপক্ষ বহন করবে না।

    বিষয়টি সবার অবগতির জন্য জানানো হইল।

    আরও খবর

    Sponsered content