• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    পরীমণির বাসায় বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার, র‍্যাব সদর দপ্তরে পরীমণি

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২১ , ২:৪৭:৪৮ অনলাইন সংস্করণ

    বাসায় পাওয়া গেছে বিপুল পরিমাণ বিদেশী মদ- ছবি - সংগৃহীত

    পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। সন্ধ্যা সোয়া ৭টায় এই অভিযোগে তাকে আটক করে র‌্যাব কার্যালয়ে নেয়া হয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছে কিছুক্ষণের মধ্যে এ ব্যপারে বিস্তারিত জানানো হবে।

    পরীমণির বাসায় বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে অভিযান শুরু করে র‌্যাব। এর আগে ফেসবুকে লাইভে এসে পরীমণি অভিযোগ করেন, কে বা কারা তার বাসার দরজায় ধাক্কাধাক্কি করছে।

    একই তথ্য জানান বাহিনীটির গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে গেছে। তারা পরীমনির বাসায় অভিযান তল্লাশি চালাচ্ছে। তল্লাশিতে এখনও কিছু পাওয়া গেছে কি না, সেটা বলতে পারছি না। অভিযান ও তল্লাশি চলমান।’

    আরও খবর

    Sponsered content