প্রতিনিধি ১৫ আগস্ট ২০২১ , ১০:৪১:০৩ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোনার বাংলার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আজ ১৫ ই আগষ্ট সকাল থেকে পৃথক ভাবে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং জাতীয় শ্রমীক লীগ সহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে আজ ১৫ ই আগষ্ট দুপুরে ইউনিয়ন পরিষদ এর হলরুমে ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম এর সভাপতিত্বে ও ইউপি সচিব শচী কান্ত তালুকদার এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া, মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম, মেম্বার মোঃ মোজাফফর হোসেন লিটন ও মহিলা সদস্য মোছাঃ জুবিলী বেগম প্রমূখ।
পরিশেষে ১৫ ই আগষ্ট এর কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরনারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাড়ারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম হাফিজ মাওলানা মোঃ খোরশেদ আলম ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।