প্রতিনিধি ১২ আগস্ট ২০২১ , ৪:৪৫:২০ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন মাসুদঃ ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট ১৯-,এর প্রথম দিনেই দুটি দেওয়া হয়েছে। এক বৃদ্ধা মহিলাকে ধোবাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২আগস্ট বৃহস্পতিবার এ ঘটনা টি ঘটে।টিকা নিতে আসে উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা আক্তারকে দুটি টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি টিকা দেওয়ার পর ঐ মহিলা অসুস্থ্য হয়ে পড়লে। তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ মহিলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
ভুক্তভোগী খোদেজা আক্তার জানান, প্রথমে একটি টিকা নেওয়ার পর তাকে দ্বীতীয় বার আরেক টিকা দেওয়া হয়েছে। তিনি ভাবছিলেন টিকা মনে হয় দুটি করে দেওয়া হচ্ছে। তাই আমি টিকা নেওয়ার পর বসেছিলাম, কিন্তুু যে নার্স আমাকে টিকা দিয়েছিল সে আমাকে বলেনি যে একজন কে একটি করে টিকা দেওয়া হচ্ছে। যদি আমাকে বলতো তাহলে আমি ২য় টিকা নিতাম না।
খোদেজা আক্তারের জামাতা আঃ বারেক জানান, দুটি টিকা নেওয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি ধরে, পরে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন জানান, মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে এমন একটা ঘটনা ঘটে গেছে। তবে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি।
এদিকে অসংখ্য মানুষ টিকা নিতে এসে টিকা না পেয়ে ফিরে গেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে টিকার মজুদ নেই। পরবর্তীতে টিকা আসলে সবাই পাবে।