• আইন আদালত/সাজা

    দিরাই পৌরসভার সাবেক মেয়রপুত্র ছাত্রলীগ নেতা উজ্জ্বল ও তাজবির জেল হাজতে

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২১ , ১১:৩৫:৫৩ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি। দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়ার পুত্রদ্বয় দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া ও তার ছোট ভাই তাজবির মিয়াকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    দিরাই’র আলোচিত ট্রিপল হত্যা মামলায় আদালতে স্বেচ্ছায় হাজির হলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাগিব নূর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
    এছাড়াও দিরাই থানা পুলিশ জানিয়েছে
    দিরাই কালের কণ্ঠ প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আবু হানিফ এর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাও তাদেরকে আটক দেখা হয়েছে।
    আহত সাংবাদিক আবু হানিফ গতকাল বিকেলে দিরাই থানায় হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন।
    মামলায় সাবেক দিরাই উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মোশাররফ মিয়ার ২ ছেলে দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়া সহ ১০ জনকে আসামী করা হয়েছে।
    মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, আসামীদের কে গ্রেফতারের চেষ্টা চলছে, আহত সাংবাদিক আবু হানিফ ও মামলা সূত্রে জানা যায় পেশাগত দায়িত্ব পালন কালে সাবেক মেয়রের ছেলে উজ্জ্বল সহ তার লোকজনের হামলায় শিকার হন সাংবাদিক আবু হানিফ, গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের দাউদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
    আহত সাংবাদিককে প্রথমে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়, এরপর চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
    তবে এই বিষয়ে ছাত্রলীগ নেতা উজ্জ্বল মিয়া সহ অন্যদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content