• লিড

    দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইউকের উদ্দ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২১ , ৮:০৭:১৯ অনলাইন সংস্করণ

    মোহাম্মদ হারুন মিয়া, লন্ডন থেকে। ভাটি বাংলা বলে খ্যাত যুক্তরাজ্যস্হ দিরাইবাসীর সর্ববৃহৎ সংগঠন দিরাই থানা ডেভেলপনেন্ট অর্গেনাইজেশন , ইউকের উদ্দ্যোগে সংগঠনের সভাপতি মিল্লিক মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব সরদারের পরিচালনায় গত ৯ই আগষ্ট বিকেল ৭ঘটিকার সময় ইষ্ট লন্ডনের কমার্শিয়াল রোড়ের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী হলে বৃটেনের রাণী কর্তৃক ওবিই এওয়ার্ড প্রাপ্ত জনাব দবিরুল ইসলাম চৌধুরী এবং এমবিই এওয়ার্ড প্রাপ্ত জনাব জিল্লুর হুসাইন কে সম্বর্ধনা প্রধান করা হয় ।

    সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আলী আহমেদ ।

    সম্বর্ধিত অতিথি জনাব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই কে ফুলের তোরা দিয়ে সংগঠনের পক্ষে বরণ করেন মোহাম্মদ লেচু মিয়া , আক্তার হুসেন ছবি ও বুলন মিয়া এবং সংগঠনের পক্ষে ক্রেস্ট প্রদান করেন সৈয়দ জিয়াউর রহমান ও সিজিল মিয়া ।

    সম্বর্ধিত অতিথি জনাব জিল্লুর হুসাইন এমবিইকে ফুলের তোরা দিয়ে বরণ করেন ফারুক মিয়া চৌধুরী , সফিকুল ইসলাম ও সাদিকুর রহমান এবং সংগঠনের পক্ষে ক্রেস্ট প্রদান করেন টিফু চৌধুরী ও আব্দুল কাদির ।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র মি: জন বিগস ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার সাবেক মেয়র কাউন্সিলর বৃটেনের রাণী কর্তৃক বিইএম এওয়ার্ড প্রাপ্ত জনাব আব্দুল আজীজ সরদার ।

    বিশেষ অতিথিদ্বয় সংগঠনের সাবেক সভাপতি নাজমূল হুসাইন চৌধুরী চান মিয়া , সাবেক সভাপতি কাইয়ুম মিয়া , সাবেক সভাপতি ফিরোজুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম চৌধুরী ।

    সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুব হুসাইন , সাংবাদিক শফিকুল ইসলাম , গিয়াস উদ্দীন মাষ্টার , মোহাম্মদ ছাদ মিয়া , সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া , সাবেক সাধারণ সম্পাদক বেলাল রেজা খান , সাবেক সাধারণ সম্পাদক খালেদ রেজা খান , সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী , সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত , সাবেক সাধারণ সম্পাদক আজমল হুসেন চৌধুরী জাবেদ , সাবেক ট্রেজারার সেলিম সরদার , মিজানূর রহমান চৌধুরী , লোকমান হাকিম প্রমূখ ।

    দ্বিতীয় পর্বে গত ১লা আগষ্ট লন্ডনে নৌকা বাইচ ও লঙ্গী দৌড় প্রতিজোগিতায় বিজয়ী এবং রশী টান প্রতিযোগিতায় রানাস আপ প্রতিযোগীদের সংগঠনের পক্ষ থেকে মেডেল দিয়ে বরণ করে নেওয়া হয় ।
    বিজয়ী দলের পরিচিতি :- শাহীন মিয়া , আজমল হুসেন চৌধুরী জাবেদ , জিলাল মিয়া , আনোয়ার হক ফিরোজ , আবলুছুর রহমান , রুহুল আমীন , আজিজুর রহমান লিটন , আলী আহমেদ , শাহ্ কামাল , পাশা মিয়া , ফয়সল আহমেদ , মনোয়ার হুসেন , শাহীনূর মিয়া , হীরা মিয়া , হুমায়ুন চৌধুরী , বুলবুল চৌধুরী , ফখর উদ্দীন , মামুন সরদার , বিপ্লব সরদার , শাহজাহান তালুকদার , ফাহিম , তাফাজ্জল , আতিকুর রহমান রুবেল , জাবেদ সরদার , কামরুল হক , জুয়েল মিয়া , উজ্জ্বল সরদার , আল মাহিয়ান সাকি , নিজামুল হক।

    0Shares

    আরও খবর

    Sponsered content