প্রতিনিধি ২০ আগস্ট ২০২১ , ১:৪৯:১২ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি।সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক আবু হানিফ চৌধুরীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টার সময় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দিরাই প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সদস্য ইমরান হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাওসার চৌধুরী, শাল্লা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমদ তালুকদার।
উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, জৈন্তা বার্তার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংবাদিক শান্ত কুমার দাস, প্রশান্ত সাগর দাস, ভাটি বাংলা বিশেষ প্রতিনিধি, মোঃ বদরুজ্জামান বদরুল,
রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর,হিল্লোল পুরকায়স্থ, মুহিবুর রহমান,আক্তার সাদিক, প্রমুখ।
এছাড়াও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ কামনাশীষ রায় লিটন সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিক আবু হানিফের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার বিকেলে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় শিকার হন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আবু হানিফ চৌধুরী। আহত হয়ে তিনি প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডাক্তারের পরামর্শে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এঘটনায় পরদিন আবু হানিফ চৌধুরী বাদী হয়ে দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া ও তার ভাই তাজবির মিয়াসহ ১০ জনের নাম উল্লেখ করে দিরাই থানায় মামলা দায়ের করেন।
এদিকে বৃহস্পতিবার দিরাইয়ের আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পরোয়ানা ভুক্ত আসামী উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এরপর দিরাই থানা পুলিশ সাংবাদিক হামলার ঘটনায় দায়ের করা মামলায় উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আবেদন করলে আদালতে তা গৃহীত হয়।