• অপমৃত্যু

    দিরাইয়ে মা’কে কুপিয়ে বিষপানে ছেলের আত্মহত্যা

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২১ , ৮:৪৬:৪৮ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় মা’কে বঁটি দিয়ে কোপানোর পর বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে। নারী নির্যাতন মামলার পলাতক আসামি আলীম উদ্দীনের ছেলে শানুর মিয়া (২৬) দীর্ঘদিন পলাতক থেকে গত সোমবার বাড়িতে এসেই নিজ মা’ কুদেজান বেগমের ওপর চড়াও হয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে,  এ সময় মায়ের চিৎকারে, আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। পরের দিন মঙ্গলবার সে বিষপানে আত্মহত্যা করে।

    বিষপানে আত্মহত্যাকারী যুবক শানুর মিয়া আলিম উদ্দিনের ৮ ছেলের মধ্যে ২য়।
    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় গত মঙ্গলবার সন্ধ্যায় শানুর বিষপান করে ছটফট করছিলেন। পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ হাসপাতালে পাঠায়। সেখানে রাত ১১টায় তার মৃত্যু হয়।
    তবে এলাকাবাসী সূত্রে জানা যায়, শানুরের বোন রবিবার গভীর রাতে প্রেমের টানে পূর্ব ধল আশ্রম গ্রামের এক ছেলের হাত ধরে পালিয়ে যায়। এ জন্য মাকে দায়ী করেন শানুর। পরদিন সোমবার তাকে বঁটি দিয়ে কোপান।
    তবে আত্মহত্যাকারী যুবক শানুর পার্শ্ববর্তী হিন্দু এক নারীকে যৌন নির্যাতনের কারণে মামলা হলে এলাকার বাইরে অবস্থান করছেন দীর্ঘদিন ধরে।

    এই বিষয়ে জানতে চাইলে, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সত্যতা নিশ্চিত করেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content