• দুর্ঘটনা

    দিরাইয়ে ধান বোঝাই নৌকা ডুবিঃ দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

      প্রতিনিধি ২৮ আগস্ট ২০২১ , ৮:৫২:১৫ অনলাইন সংস্করণ

    ছবি প্রতীকী

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সুনামগঞ্জের দিরাইয়ে ঢেউয়ের কবলে পড়ে সুরমা নদীতে ধানবোঝাই নৌকা (ট্রলার) ডুবে গেছে। আজ শনিবার বিকেল ৪ টার দিকে ট্রলারটি নদীতে ডুবে যায়। জানা গেছে, উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ির ঘাট থেকে ছেড়ে ট্রলারটি একই ইউনিয়নের বদলপুর গ্রামের উদ্দেশে যাওয়ার সময় কর্ণগাঁও গ্রামের পর্ব দিকে আসলে ঢেউয়ের কবলে পড়ে। এসময় ট্রলারটি সুরমা নদীতে ডুবে যায়। নৌকার মাঝি তাপশ দাস বলেন, সাকিতপুর গ্রাম থেকে মালামাল নিয়ে আজ বিকেলে ট্রলারটি নদীর ঘাট ছেড়ে কর্ণগাঁও গ্রামে ঢেউয়ের কবলে পড়ে হঠাৎ কাত হয়ে নদীতে তলিয়ে যায়। ট্রলারটিতে প্রায় ১৫০ মন ধান ছিল যার আনুমানিক মূল্য হবে দেড় লাখ টাকা।

    আরও খবর

    Sponsered content