প্রতিনিধি ৯ আগস্ট ২০২১ , ৯:০১:৫৪ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ দিরাইয়ে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে সংঘর্ষ বাধলে ৪জন আহত হয়েছেন এর মধ্যে ২ জন গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যার পরে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর গ্রামে।
আহত ও সালিশ সূত্রে জানা যায়- রাজনগর গ্রামের ছালিক মিয়া ও ছুরত তাদের অপর ভাই দেরকে ঠকিয়ে বৃদ্ধা মাকে ফুসলিয়ে ও ভুল বুঝিয়ে নিজের জায়গা সহ যৌথ অর্থায়নে নির্মিত বিল্ডিং লিখিয়ে নেন যুক্তরাজ্য প্রবাসী ছুরত মিয়া এবং তাকে সঙ্গ দেন বড় ভাই ছালিক মিয়া।
দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধ নিষ্পত্তি করতে আজ গ্রামের গণ্যমান্য লোকজনদের সহায়তায় সালিশ বৈঠকে বসে উভয় পক্ষ।
সালিশ চলার একপর্যায়ে ছুরত মিয়ার পক্ষের বড় ভাই ছালিক মিয়া ও তাদের ভাড়াটে লোকজন দিয়ে হামলা করে তাদের ছোট ভাই সানুর, ছুরুক মিয়া ও তার স্ত্রীকে গুরুতর জখম করে।
মারামারি থামাতে উপস্থিত সালিসিরা চেষ্টা করলে তাদের কয়েকজনও আঘাত প্রাপ্ত হোন, ওদের মধ্যে বর্তমান ইউপি সদস্য
আতাউর রহমান (মেম্বার) ও রয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা কোন অভিযোগ দায়ের করা হয়নি, আহত ছুরুক মিয়া সিলেট যাওয়ার পূর্বে এই প্রতিবেদককে বলেন আগে আমাদের চিকিৎসা পরে আমরা সিদ্ধান্ত নেব মামলার।