প্রতিনিধি ১ আগস্ট ২০২১ , ৮:৩০:০৪ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ আজ না ফেরার দেশে চলে গেলেন দিরাই উপজেলার বিশিষ্ট আলেম, চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান, সহজ সরল ও সাদাসিধে জীবন যাপনকারী, শতশত আলেম ওলামার উস্তাদ মুহতারাম মাওলানা ইসমাইল আলী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুম মাওলানা ইসমাইল আলী সাহেব কর্মজীবনে চান্দিপুর মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসায় সুনামের সাথে শিক্ষকতা করেছেন।
সর্বশেষ মজলিশপুর’ হালিমাতুস সাদিয়া’ মহিলা মাদ্রাসা’দিরাই এর সাবেক শিক্ষা সচিব এবং দিরাই থানা তাফসীরুল কোরআন এর সভাপতি ছিলেন।
আজ ১১:৩০ মিনিটের সময় দিরাই মাদানি মহল্লাস্থ উনার নিজ বাসাতে ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ সন্ধ্যা ৬ ঘটিকার সময় দিরাই জামেয়া হাফিজিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উনার ছেলে তাহির মিয়া।
সোশ্যাল মিডিয়ায় ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা শোক বার্তা জানিয়ে স্মৃতিচারণ করে প্রায় সবাই বলছেন মরহুম মাওলানা ইসমাইল আলী সাহেব আপাদমস্তক ভদ্রলোক ও ঝামেলা মুক্ত সহজ জীবনের অধিকারী ছিলেন, পাশাপাশি সবাই হুজুরকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা বানিয়ে রাখেতে মহান আল্লাহর কাছে দোয়া করছেন।