• ত্রাণ বিতরণ

    দিরাই’র কুলঞ্জে অসহায় মানুষের মধ্যে “বস ক্লাব” এর ত্রাণ সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২১ , ৮:৩৬:১০ অনলাইন সংস্করণ

    মিজানুর রহমান, দিরাই থেকেঃ দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সামাজিক সংগঠন “বস ক্লাব” এর উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিভিন্ন দিন ও তারিখে পৃথক পৃথক গ্রামে বস ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ত্রাণ।
    বস ক্লাবের সদস্যরা জানান ২০১৬ সালে ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছে। প্রতিবারের মতো এবারও প্রবাসীদের অর্থায়নে বস ক্লাব কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া, নাচনী, আকিলনগর, ভূমিহীন, তেতৈয়া, ইসলামপুর সহ প্রায় শতাধিক পরিবারের কাছে বস ক্লাবের সদস্যরা ত্রাণ পৌঁছে দেয়। বস ক্লাবের সভাপতি আহমেদ রশিদ বলেন- আমরা সবসময় একটু আলাদা কিছু করতে চেষ্টা করি। এতে আমাদেরকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন করেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।
    বস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নুর জালাল বলেন- আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। তাই আমরা প্রত্যেকবার বাড়ি বাড়ি গিয়ে যারা অসহায় তাদেরকে নিজ হাতে সামর্থ্য অনুযায়ী ত্রাণ পৌঁছে দেই। সামাজিক সংগঠন বস ক্লাবের পাশে থেকে এলাকার সবাই যাতে পরামর্শ ও আর্থিক সহযোগীতা করেন সেই কামনা ও ব্যক্ত করেছেন তিনি। এছাড়া ও তিনি বস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলের নেক হায়াত ও সুস্থতা কামনা করেন।

    আরও খবর

    Sponsered content