প্রতিনিধি ১৬ আগস্ট ২০২১ , ৪:৪৩:৪৪ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে কৃষি আবহাওয়া তথ্য প্রযুক্তি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষক কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্টিত। ১৬ই আগষ্ঠ সোমবার তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্টিত কর্মশালায় উপজেলার ৪০ জন কৃষক কৃষানী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের নিয়ে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে স্থাপিত বৃষ্টি পরিমাপ যন্ত্র কেন্দ্রে মাঠ পরিদর্শন করানো হয়। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু মোহাম্মদ সালাহ উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমূক।