• আন্তর্জাতিক

    তালেবানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে বিশ্বের প্রতি চীনের আহ্বান

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২১ , ১১:১৪:০৭ অনলাইন সংস্করণ

    চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই - ছবি: সংগৃহীত

    আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যখন তালেবানের পুনরুত্থান হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে তখন চীনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো।

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ‘ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র’ হিসেবে আফগানিস্তানকে ব্যবহার করা থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিরত থাকা উচিত। এর পরিবর্তে বরং দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো দরকার।

    সূত্র : পার্সটুডে

    আরও খবর

    Sponsered content