• ত্রাণ বিতরণ

    তজুমদ্দিনে বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২১ , ২:৫৭:৫৩ অনলাইন সংস্করণ

    এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলায় আলোচনা সভা, মিলাদ মাহফিল, সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাতজন নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

    এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক হয়ে ওঠার পিছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার অসামান্য অবদান রয়েছে। তিনি বঙ্গবন্ধুর সকল কাজে অনুপ্রেরণা দিয়েছেন। যার জন্য বিশ্ব দরবারে অবিস্মরনীয় নেতা হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পরে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল্লাহ কিরন ও হেলাল উদ্দিন সুমন,তজুমদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার, তজুমদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, সাংগঠনিক সম্পাদক এম নয়ন, কৃষকলীগ সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নূরনবী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content