• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    তজুমদ্দিনএ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মিরাজ ৩০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২১ , ৫:১৯:২০ অনলাইন সংস্করণ

    এম নয়ন , তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :-ভোলার তজুমদ্দিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ (৩০) তিনশত পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার সন্ধ্য ৬ টায় সোনাপুর ইউনিয়ন হতে তাকে আটক করা হয়। তার কাছে থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

    থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপড়ি গ্রামের আব্দুল খালেক মাঝির ছেলে মিরাজ বিপুল পরিমান ইয়াবা নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ দক্ষিন চাপড়ির আলম কমান্ডারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার শুভর মুদি দোকানের সামনে অপেক্ষা করতে থাকে। পরে সন্ধ্যা ৬ টার দিকে (ইয়াবা)সহ পুলিশ তাকে আটক করে।

    রাতে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলা নম্বর : ০৩, তারিখ ১৭ আগষ্ট।

    ওসি এসএম জিয়াউল হক জানান, আটক মিরাজ তজুমদ্দিন থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে আন্তঃজেলা মাদক চক্রের সাথে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। বুধবার তাকে কোর্টে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

    আরও খবর

    Sponsered content