• অনিয়ম / দুর্নীতি

    ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিক নেতার প্রাপ্য অর্থ আত্মসাতের অভিযোগ স্ত্রীর

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২১ , ১:৫০:৫৭ অনলাইন সংস্করণ

    মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁওয়ে বছর খানেক আগে সড়ক দূর্ঘটনায় নিহত স্বামীর সংগঠন হতে প্রাপ্য টাকা শ্রমিক নেতারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার রূপা।

    রুপার অভিযোগ তার স্বামী রুবেল হোসেন রানা জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের দপ্তর সম্পাদক ছিলেন এবং তিনি সংগঠন থেকে মাসিক ভাতা গ্রহণ করতেন। সড়ক দূর্ঘটনায় তার স্বামী মারা গেলে তার প্রাপ্য অর্থ ও মৃত্যুকালীন একটি থোক বরাদ্দ প্রদানের নিয়ম থাকলেও তাকে সেই টাকা না দিয়ে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের সভাপতি জয়নুদ্দিন ও সাধারণ সম্পাদক রবি তা আত্মসাত করেছেন।

    জানা যায়, জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করাকালিন গত বছরের জুন মাসে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিজ সংগঠনের অফিসের সামনেই ট্রাকের চাপায় মৃত্যুবরণ করেন রুবেল হোসেন রানা। তার স্ত্রীর দাবি সংগঠন থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা সম্মানীসহ বিভিন্ন খাত থেকে সংগৃহিত মোট ২৫ হাজার টাকা তার স্বামী সংসার খরচ বাবদ তার হাতে তুলে দিতেন। এরপর করোনাকালিন সময়ে তা কমে ১৫ হাজার টাকায় নেমে আসে। এদিকে গত বছর জুন মাসে স্বামীর মৃত্যুর পর শুধু জুলাই মাসে ৬ হাজার ও আগষ্ট মাসে ৫ হাজার টাকা তার হাতে দেওয়া হয়। এরপর আর কোন টাকা-পয়সাই দেয়নি সংগঠনের নেতারা। স্বামী হারিয়ে নি:স্ব অবস্থায় একটি দেড় বছরের শিশুকে নিয়ে দূর্বিসহ জীবন করছেন রুবেলের স্ত্রী, তাই উপায় না পেয়ে বিভিন্ন সময়ে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দিনের কাছে তার স্বামীর সমুদয় হিসাব-নিকাশ চাইলে তিনি আজ নয় কাল, কাল নয় পরশু এভাবে সময়ক্ষেপন করতে থাকেন। সর্বশেষ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের মার্চ মাসে (১৫ মার্চ) দায়িত্ব হস্তান্তরের দিন অর্থাৎ সাধারণ সভার দিন তা প্রদানের কথা থাকলেও তা আর দেননি সভাপতি-সম্পাদক। সেই হিসেব মোতাবেক মৃত রুবেল এর স্ত্রী সংগঠনের নিকট ১ লক্ষ ৩৪ হাজার টাকা পাবেন।

    এদিকে নাম প্রকাশ না করার শর্তে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের একাধিক নেতা জানান, সাধারণ সভার জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা তোলা হয়, সেখান থেকে সভার জন্য এক লক্ষ টাকা ও মৃত্যুকালিন ভাতা হিসেবে ৩ জনের জন্য ৭৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়। যদিও সাধারণ সভায় এক লক্ষ টাকা খরচ হওয়ার কথা নয়, এছাড়াও সংগঠনের মৃত ৩জন সদস্য-দপ্তর সম্পাদক রুবেল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মো: কাসেম, সদস্য আইনুল হক এর মৃত্যুকালীন ভাতা হিসেবে ২৫ হাজার টাকা করে প্রদানের কথা থাকলেও কি কারণে তা আর প্রদান করা হলো না তা তারা কেউ জানেন না।

    এদিকে কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নির্বাচনকালিন ক্ষমতা হস্তান্তর করায় ৩ জনের মৃত্যুকালিন টাকা সহ সড়ক দূর্ঘটনায় নিহত জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক রুবেল হোসেন রানা’র বকেয়া টাকা আদৌও পাবে কি না এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে রুবেলের স্ত্রী ও দেড় বছরের অবুঝ সন্তান।

    এ বিষয়ে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিদায়ী সভাপতি মো: জয়নুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সংগঠনের টাকা না থাকলে আমি কি বাড়ী থেকে এনে দেবো। যখন ২৪ টিউবওয়েল এলাকায় টোল উত্তোলন হয়েছে তখন টাকা পেয়েছে, এখন বন্ধ হয়ে গেছে-এখন কোথায় থেকে টাকা দেবো। এসময় তিনি উল্টো বলেন-২৪ টিউবওয়েলের টোল চালু করায় দেনা-টাকা চাইতে হবে না, পৌঁছে যাবে।

    আরও খবর

    Sponsered content