• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালন

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২১ , ৬:০১:৪৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পুষ্পস্তবক অর্পণ মধ্য দিয়ে পালন করা হয়েছে।

    স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জৈষ্টপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ ই আগস্ট রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর সহ
    বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য বৃন্দ।

    আরও খবর

    Sponsered content