• দুর্ঘটনা

    জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন আহত

      প্রতিনিধি ১ আগস্ট ২০২১ , ১১:৫৮:১৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রেজু (১২) নামক এক শিশু সহ মোটরসাইকেল আরোহী সুহেল মিয়া (২৮) আহত হয়েছে। গুরুতর আহত রেজু(১২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সুত্রে ঘটনার বিবরণে জানাযায়, আজ ১ লা আগষ্ট রোজ রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুহেল মিয়া মোটরসাইকেল যোগে জগন্নাথপুর বাজারে যাওয়ার পথে বেলা ২ ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা সড়কের জগন্নাথপুর পৌর এলাকার স্লুুইস গেইট এর দক্ষিণ পার্শ্বে পৌছা মাত্র জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ সেবুল মিয়ার ছেলে ১২ বছর বয়সী শিশু রেজু মিয়া রাস্তা পারাপার করতে গিয়ে মোটরসাইকেল এর নীচে চাঁপা পড়ে গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক ভাবে রক্তাক্ত আহত অবস্থায় রেজু মিয়া (১২) কে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত মোটরসাইকেল আরোহী সুহেল মিয়া (২৮) জগন্নাথপুর বাজারে চিকিৎসা নিয়েছে।
    দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল স্থানীয় ব্যবসায়ী নজির হোসেন এর জিম্মায় রয়েছে।

    আরও খবর

    Sponsered content