প্রতিনিধি ২৩ আগস্ট ২০২১ , ৪:০৮:৫৭ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের স্বনামধন্য সাহিত্য সংগঠন ডাউকা ঢালিয়া সাহত্যি সংস্কৃতি সংসদ এর বার্ষিক প্রকাশনা “দৃক ম্যাগাজিন” এর ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর স্বনামধন্য সাহিত্য সংগঠন ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদ এর এর বার্ষিক প্রকাশনা ” দৃক ম্যাগাজিন” এর চতুর্থ সংখ্যা -২০২১ইং উপলক্ষে বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদের সার্বিক সহযোগিতায় ২৩শে আগষ্ট রোজ সোমবার স্থানীয় আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হল রুমে ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদ এর সভাপতি আবু সাদেক রনি সভাপতিত্বে ও সংগঠনের সাহিত্য সম্পাদক মাও: মোঃ জামাল হুসাইন এর পরিচালনায় আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সহ-সভাপতি মোঃ মোশাহিদ হোসেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক বিশিষ্ট কবি ও লেখক মোঃ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, সংগঠনের সাধারন সম্পাদক আলী আকবর, নারায়ন দেবনাথ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদ এর সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, নির্বাহী সদস্য মাওঃ শায়েক আহমদ, নির্বাহী সদস্য মোঃ জানাতুল নাঈম, সদস্য মির্জা ইমাদ উদ্দিন মাসুম, সদস্য আবু রুমান, বাংলা টু লন্ডন পেইজের পরিচালক মোঃ জুবায়ের আহমদ, মোঃ ওলিউর রহমান সহ লেখক লেখিকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্টানে বক্তারা সাহিত্য পাঠের প্রয়োজনিয়তা উল্লেখ করে বলেন, খাদ্য মানুষের দেহের চাহিদা মেটায় আর সাহিত্য মানুষের মনের চাহিদা মেটায় তাই প্রত্যেক মানুষের উচিৎ সাহিত্য সংস্কৃতির চর্চা করা, লেখালেখির মাধ্যমে নিজের আত্বাকে জাগিয়ে তুলা। বক্তারা ছাত্র-ছাত্রীদের লেখা নিয়ে দৃক ম্যগাজিনের ভূয়ুসি প্রশংসা করেন এবং অথিতিরা মোড়োক উন্মোচনের মাধ্যমে “দৃক” ম্যাগাজিন এর ৪র্থ প্রকাশনার পর্দা তুলেন।