• করোনা ভাইরাস নিউজ

    জগন্নাথপুরে করোনায় কেড়ে নিল আরো ২ জনের প্রাণ, নতুন শনাক্ত ৩

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২১ , ১০:৪১:৪৮ অনলাইন সংস্করণ

    হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস এর নমুনা পরীক্ষায় জগন্নাথপুরে একদিনে আরো ৩ জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে এবং ২ জন মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে ।

    হাসপাতাল সুত্রে জানাযায়, ২৬ শে আগষ্ট দিবাগত রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে আসা করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের
    জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন এর ১ জন, মীরপুর ইউনিয়ন এর ১ জন ও শান্তিগঞ্জ উপজেলার ১ জনের করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে এবং গতকাল ২৪ শে আগষ্ট জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বাউধরন গ্রাম নিবাসী মোঃ সিরাজ আলী (৬৮) একই ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া গ্রাম নিবাসী মোছাঃ সাবরন বিবি(৮১) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
    এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৫৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তমধ্যে সুস্থ ৫১১ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৭ জন। হোম আইসোলেশনে ২৮ জন ও হাসপাতাল আইসোলেশনে ৬ জন রয়েছেন।

    আরও খবর

    Sponsered content