প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৭:৫৮:৩৩ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাতি প্রস্তুতি মামলায় পুলিশের কতিত সোর্স শফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শফিকুল ইসলাম কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে বলে জানা যায়। গত ২৪ জুলাই তারিখে দায়ের করা মামলা নং ১৫ এর সূত্রধরে অভিযান চালিয়ে রোববার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে কুলিয়ারচর বাজার লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুলিয়ারচর থানা পুলিশ। এছাড়াও শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে থানা পুলিশের নাম বলে বিভিন্ন মামলায় গ্রেফতারের হুমকি ও ভয় দেখিয়ে জনসাধারণের নিকট থেকে টাকা আদায় করে আসছিলো। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার নামে ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের পূর্বক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Notifications