• স্বাস্থ্য বাংলা

    কাজ শেষ হওয়ার কয়েক মাস পরে ও উদ্বোধন হয়নি চুনারুঘাটের ফায়ার সার্ভিস ভবনটি

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২১ , ৪:০৪:৪১ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। হবিগন্জের চুনারুঘাট সরকারি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ফায়ার সার্ভিস ভবনে। নির্মান কাজ শেষ হয়ে কয়েক মাস পেরিয়ে গেলে এখন ও উদ্বোধন হয়নি ভবনটি।নিরবে নিস্তব্ধে দাঁড়িয়ে আছে ভবনটি।পথচারীদের কাছে এটা যেন কেবলই সৌন্দর্যের প্রতিক। সিভিল ডিপেন্স স্টেশন প্রকল্প এর আওতায় ২০১৮ সালের ২৪সেপ্টেম্বর ২কোটি ৭০লাখ ৯২৩টাকা প্রস্তাবিত মূল্যে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়, যার আয়তন ৭৫০৮ স্কয়ার পিট। সর্বশেষ নির্মাণ কাজ শেষ হতে যার ব্যয় দেখানো হয় ৩ কোটি ২২লাখ ১হাজার ৩৩টাকা।প্রকল্প নং ১৭৬। কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কার্যক্রম শুরু হয়নি। অপেক্ষার প্রহর গুনছেন চুনারুঘাটের জনসাধারণ। গত কয়েক মাসে চুনারুঘাটে সংগঠিত ভয়াবহ কিছু অগ্নিকান্ডে বেশ ক্ষয়ক্ষতির সম্মূখীন হয়েছেন ব্যবসায়ীরা।বিগত ২০মার্চ ২০২১, চুনারুঘাট ক্রস রোডে ব্যবসায়ী সাধু মিয়ার ফার্ণিচারের দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যার ক্ষয়ক্ষতি প্রায় ১০লক্ষ টাকার ফার্ণিচার আগুনে বিনষ্ট হয়। উল্লেখ্য যে আগুন লেগেছিল বিকাল ৩:০০ ঘটিকায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস (প্রকল্প৭৬) কে ফোন দেওয়ায় তারা ৪:১৫ মিনিটে ঘটনা স্থলে অবস্থান নেয়। ১এপ্রিল ২০২১ চুনারুঘাট নতুন বাজারে তরফদার মার্কেটে আগুন লেগে ৫টি দোকান পুড়ে এতে বেশি ক্ষয়ক্ষতির সম্মূখীন হোন জনতা বেডিং এর মালিক মশ্বব উল্লাহ তার ৫ লক্ষ টাকার সংরক্ষিত তুলা পুড়ে যায়। ৭ এপ্রিল ২০২১,চুনারুঘাটের পানছড়িতে আগুন লেগে আশ্রয়নের ১৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়েন অনেক মানুষ। অচিরেই চুনারুঘাটের ফায়ার সার্ভিস ভবন চালু হলে আগুন জনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।চুনারুঘাটে ধীরে ধীরে বাড়ছে নতুন বিল্ডিং ও ব্যবসায়ের প্রসার বৃদ্ধি পাচ্ছে এবং বিদ্যূতের খুটিঁতে ঝুলে আছে অশৃঙ্খল তার যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দূর্ঘটনা । চুনারুঘাটের জনসাধারণের দাবী অচিরেই যেন ফায়ার সার্ভিস ভবনের কার্যক্রম চলমান করা হয়।

    আরও খবর

    Sponsered content