প্রতিনিধি ৬ আগস্ট ২০২১ , ৫:৩৫:২৯ অনলাইন সংস্করণ
ইরানের আর ১০ সপ্তাহ পরে পরমাণু বোমা বানাতে সক্ষম হবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ। বুধবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের কূটনীতিকদের সাথে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফের মালিকানধীন ফার্ম জোডিয়াক মেরিটাইমের জাহাজে ইরানের হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই এসব কথা বলেন তিনি।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ইরান ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে। এখন দেশটি পরমাণু অস্ত্র বানানো সরঞ্জাম বানানোর ক্ষেত্রে আর মাত্র ১০ সপ্তাহ দূরে আছে।
তিনি আরো বলেন, যেহেতু ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে, তাই দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। সমগ্র বিশ্ব নেতৃত্বে উচিৎ ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা। এছাড়া সমুদ্রগামী জাহাজের ওপর আক্রমণ করার কারণে ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
সূত্র : জেরুসালেম পোস্ট