• আন্তর্জাতিক

    আফগানিস্তানের ১৫টির প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২১ , ৮:৩২:৫১ অনলাইন সংস্করণ

    এ নিয়ে তালেবান আফগানিস্তানের ৩৪ প্রদেশের ১৫টির প্রাদেশিক রাজধানীর দখল নিল।

    বিনাযুদ্ধে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ঘোর প্রদেশের ফিরোজ খো শহর নিয়ন্ত্রণে নিয়েছে।

    সংসদ সদস্য ফাতিমা কোহিস্তানি এবং স্থানীয় কাউন্সিলর ফজল-উল হক এহসান বলেন, তালেবানের যোদ্ধারা স্থানীয় সরকারি সব ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে।
    ফিরোজ খো শহরে এক লাখ ৩২ হাজারের বেশি মানুষের বসবাস।

    এদিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশ বাগদিসের রাজধানী কালা-ই নাউয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

    এ নিয়ে তালেবান আফগানিস্তানের ৩৪ প্রদেশের ১৫টির প্রাদেশিক রাজধানীর দখল নিল।

    তালেবানের হাতে আফগানিস্তানের একের পর এক শহরের পতন ঘটছে। এর ধারাবাহিকতায় কান্দাহার, হেরাত, লস্করগাহ, গজনি, কালা-ই-নাউ, ফাইজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ, কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘান শহর তালেবান দখলে নেয়।

    দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

    আরও খবর

    Sponsered content