• আন্তর্জাতিক

    আফগানিস্তানের রাজধানী কাবুলের নতুন “গভর্নর নিয়োগ দিল তালেবান”

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২১ , ১১:৩২:৪৩ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ আফগানিস্তান দখলের পর রাজধানী কাবুলে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান বাহিনী।
    কাতারে থাকা তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    এতে বলা হয়, মৌলভি আবদুর রহমান মনসুরকে কাবুলের নতুন গভর্নর করা হয়েছে। তিনি শাহিকোট যুদ্ধে মারা যাওয়া মৌলবি সাইফুর রহমানের ভাই। তার বাবা মৌলভি নাসরুল্লাহও আফগানিস্তানে যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
    মৌলভি মনসুর বলেছেন, রাজধানী কাবুলের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
    যেসব দুষ্কৃতকারী বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে লুটপাট করছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। এছাড়া কাবুলের বাসিন্দাদের জন্য একটি সমন্বিত হটলাইন নম্বর চালুর কথা জানিয়েছে তালেবান। কারও বাড়িঘরে প্রবেশ না করার জন্যও যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান।”

    0Shares

    আরও খবর

    Sponsered content