• আন্তর্জাতিক

    আফগানিস্তানের কান্দাহারে ভারতীয় কনস্যুলেটে তালেবানের তল্লাশি

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২১ , ১০:৫৫:৪৯ অনলাইন সংস্করণ

    কান্দাহারে ভারতীয় কনস্যুলেটে তালেবানের তল্লাশি - ছবি : এনডিটিভি

    কান্দাহারে বন্ধ থাকা ভারতীয় কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে তালেবান সদস্যরা। তারা সেখানে পার্ক করে রাখা গাড়িগুলো নিয়ে গেছে বলে দাবি করেছে ভারতীয় সরকার। ঘটনাটি বুধবার ঘটলেও আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে।

    এক সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেন, এমন হবে বলে আমরা ধরে নিয়েছিলাম। তারা নথিপত্রের সন্ধানে সেখানে তন্ন তন্ন করে খোঁজ করে।

    সূত্র : এনডিটিভি

    0Shares

    আরও খবর

    Sponsered content