কান্দাহারে বন্ধ থাকা ভারতীয় কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে তালেবান সদস্যরা। তারা সেখানে পার্ক করে রাখা গাড়িগুলো নিয়ে গেছে বলে দাবি করেছে ভারতীয় সরকার। ঘটনাটি বুধবার ঘটলেও আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে।
ভারত সরকারের একটি সূত্র জানায়, তালেবান সদস্যরা বুধবার কান্দাহার ও হেরাতে ভারতীয় কনস্যুলেটে তল্লাশি চালায়। তারা সেখানে কাগজপত্রের খোঁজ করে। তারা উভয় কনস্যুলেটের গাড়িগুলো নিয়ে যায়।
এক সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেন, এমন হবে বলে আমরা ধরে নিয়েছিলাম। তারা নথিপত্রের সন্ধানে সেখানে তন্ন তন্ন করে খোঁজ করে।
আফগানিস্তানে ভারতের চারটি কনস্যুলেট ছিল। কান্দাহার ও হেরাত ছাড়াও মাজার-ই-শরিফ ও কাবুলেও রয়েছে কনস্যুলেট। এখন কেবল কাবুলের দূতাবাস স্থানীয়দের সহায়তায় সীমিত কিছু কাজ করছে।
সূত্র : এনডিটিভি