প্রতিনিধি ২৭ আগস্ট ২০২১ , ৮:৪০:২৮ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিবঃ সরকার হটানোর আন্দোলনের জন্য আগাম প্রস্তুতির ডাক দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না। আমরা হাজার হাজার মানুষ যে মিথ্যা মামলা নিয়ে বসে আছি আমরাও মুক্ত হতে পারব না। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রতি বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। তিনি বলেন, আমাদেরকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে আসতে হবে। সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকার তাদের পরাজিত করতে হবে। তাদের বাধ্য করতে হবে যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরে পরিচালনায় দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে। মির্জা ফখরুল বলেন, আমাদের উঠে দাঁড়াতে হবে। আমরা ১০/১২ বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের ৫০০ বেশি ভাই গুম হয়ে গেছে। আমাদের হাজারের ওপর মানুষ খুন হয়ে গেছে। আমাদের অনেককে হাঁটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে। তিনি আরো বলেন, আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে। বিশেষ করে তরুণ-যুবক যারা আছেন তাদেরকে জেগে উঠতে হবে। পরিবর্তনে আসে সব সময় তরুণদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের বীরত্ব ও তাদের সাহসিকতার মধ্য দিয়ে। এখন কাজ করতে হবে তরুণ-যুবকদের।