প্রতিনিধি ৮ আগস্ট ২০২১ , ২:১০:১৪ অনলাইন সংস্করণ
হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিদেশি রিভলবার সহ জগন্নাথপুর এর জাহাঙ্গীর (৩৮) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সিলেট এর একটি অভিযানিক দল। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট এর একটি অভিযানিক দল ৭ ই আগষ্ট রোজ শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৌর এলাকার কেশবপুর (বরাখা) গ্রাম নিবাসী মশর উদ্দিন এর ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) কে একটি বিদেশি রিভলবার সহ গ্রেপ্তার করার পাশাপাশি অস্ত্র সহ তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করেন । র্যাব-৯ সিলেট এর ডিএডি হাজী মোঃ তোতা মিয়া বাদী হয়ে তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অস্ত্র সহ র্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (৩৮) কে আজ ৮ ই আগষ্ট রোজ রবিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।