• লিড

    অস্ট্রিয়া প্রবাসী সেফুদা পরীমনির জন্য ফেসবুক লাইভে এসে যা বললেন

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২১ , ৩:২৯:৪৬ অনলাইন সংস্করণ

    সেফুদা ও পরীমনি। ছবি: সংগৃহীত

    বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে বুধবার আটকের পর বৃহস্পতিবার গ্রেফতার দেখিয়েছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বনানী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।পরীমনিকে গ্রেফতারের পর আজ বাংলাদেশ সময় দুপুরে ফেসবুক লাইভে এসে ‘পরীমনি অনেক ভালো অভিনেত্রী’ দাবি করেছেন বহুল আলোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা। তিনি বলেছেন, ‘তাকে যেন কোনো কষ্ট দেয়া না হয়।’

    সেফুদা আরও বলেন, ‘তার বাসায় কিছু লোক আছে, তারাও জানালা দিয়ে দেখতে পারত র‌্যাব আসছে কি না। বাইরে অনেক লোকজন ছিল। মিডিয়ার লোকজন ছিল। পুলিশের লোক ছিল। কিন্তু সিভিল ড্রেসে লোকজন দরজা ভেঙেছে।’

    তিনি বলেন, ‘প্রথমে আমার কাছে মনে হয়েছে কোনো নাটক করছে নাকি, না সিনেমার কোনো দৃশ্য? পরে দেখলাম, না ঘটনা সত্যি। আমি মনে করেছিলাম রিয়েলি এটা কোনো নাটকের দৃশ্য। কারণ পরীমনি তো অনেক ভালো অভিনেত্রী। পরে দেখলাম, না! এটা সত্যি লাইভ।’

    পরীমনি সম্পর্কে তিনি বলেন, ‘আমার আগের ভিডিও রেকর্ডগুলো দেখলে বুঝবেন, আমি তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছি। এমনকি যেদিন তাকে অ্যারেস্ট করেছে সেদিনও আমি তাকে বকাবকি করেছি। তাকে অনেক হেদায়াত করেছি, তুমি যেভাবেই হোক টাকা-পয়সা কামাইছে। তোমার পার্সোনালিটি ডেভেলপ করো। তুমি এত বেশি ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষী কেন? তোমাকে ডিসিপ্লিনড হতে হবে। তোমাকে আরও বেশি পার্সোনালিটি ডেভেলপ করতে হবে।’

    আরও খবর

    Sponsered content