প্রতিনিধি ১২ জুলাই ২০২১ , ৬:২৬:২৯ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তার সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যাও।
রবিবার ( ১১ জুলাই) রাতে করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হলেন মনোয়ারা বেগম (৬৫)। তিনি চুনারুঘাট উপজেলার বাসিন্দা। অন্যজন নবীগঞ্জ উপজেলা পুরুষ ব্যক্তি বষয় ৬৫।
সোমবার ( ১২ জুলাই) সকালে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিসুর রহমান উজ্জ্বল নিহতদের বিষয়টি নিশ্চিত করে বলেন- গত ৩ জুন ওই মহিলা নমুনা পরীক্ষা দিলে তার রিপোর্ট পজিটিভ আসে।
পরে তার শারীরীক অবস্থার অবনতি হলে তাকে তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। আর নবীগঞ্জের পুরুষ ব্যক্তি গত ৮ জুলাই নবীগঞ্জ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিলে পজেটিভ ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হলে রবিবার রাতে মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলা এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩২১০ জন, সুস্থ হয়েছেন ২১৩২ জন।