• গ্রেফতার/আটক

    হবিগঞ্জের মাধবপুরে জাল টাকার চক্রের ২ সদস্য গ্রেফতার

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৫:১০:০৭ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল,বিশেষ প্রতিনিধি। ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জালটাকা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার জগদীশপুর চারাভাঙা গ্রামে অভিযান চালিয়ে ৫২ হাজার জালটাকাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জালিয়াতরা হলো— উপজেলার সন্তোষপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল হামিদ (৩২) ও একই গ্রামের মনা মিয়ার ছেলে আল আমিন।

    পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি জালটাকার বড় চালান মাধবপুরে নিয়ে আসা হয়। গরুহাট, বাজার ও কৃষকের বাড়ি গিয়ে গরু ক্রয় করে প্রতারণার মাধ্যমে এসব টাকা চালানোর মিশন নিয়ে মাঠে নেমেছে চক্রটি। তবে শুরুতে হোচট খায় তারা।
    তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, গ্রেফতার ব্যক্তিরা জালটাকা চক্রের সক্রিয় সদস্য। ঢাকার একটি থানায় তাদের বিরুদ্ধে জালটাকা সংক্রান্ত মামলা রয়েছে। জালটাকা চালাতে তারা এলাকায় কমিশনের ভিত্তিতে এজেন্ট সৃষ্টি করে গ্রামে গ্রামে ঘুরে অথবা হাটবাজারে বিপুল পরিমাণ জালটাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কৌশলে পুলিশ এ চক্রের পিছু নেয়। একপর্যায়ে এ চক্রের দুই সদস্যকে ১০৪টি পাঁচশ টাকার জালনোটসহ গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার চক্রের সদস্যদের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। ঈদ উপলক্ষে হাটবাজারগুলো পুলিশের নজরদারির মধ্যে রাখা হয়েছে।

    আরও খবর

    Sponsered content