• করোনা ভাইরাস নিউজ

    স্বাস্থ্য বিধি না মানায় জগন্নাথপুরে ৯ জন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২১ , ৪:৪৫:৫৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ স্বাস্থ্য বিধি না মানায় জগন্নাথপুরে ৯ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও সহকারী কমিশনার অনুপম দাশ অনুপ ।

    মরনব্যাধী করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে ন্যায় ঈদুল আযহা পরবর্তী কঠোর লকডাউন এর প্রথম দিন ২৩ শে জুলাই রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার( ভূমি)
    অনুপম দাশ অনুপ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পৃথক ভাবে জগন্নাথপুর সদর বাজার, হাসপাতাল পয়েন্ট ও কেশবপুর বাজার সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্য বিধি না মানায় ৯ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ।
    এব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, কঠোর লকডাউন সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। সরকারি নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content