প্রতিনিধি ১১ জুলাই ২০২১ , ৩:৩৪:৪০ অনলাইন সংস্করণ
কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কঠোর লকডাউনের দশমদিনে সাধারন মানুষজন লকডাউন না মানা, পথচারীরা স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ব্যবহার না করেই রাস্তায় বেরিয়ে আসা বন্ধ করতে সুনামগঞ্জ জেলা প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করলেও সাধারন মানুষজনকে ঘরে আটকিয়ে রাখা যাচ্ছে না। এই করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তেমন একটা সাধারন মানুষজনের মধ্যে পৌছায়নি বলে অভিযোগ সাধারন মানুষজনের। ফলে নিষেধাজ্ঞা অমান্য করেই জীবন জীবিকার প্রয়োজনে নি¤œআয়ের মাুনষজন রাস্তায় কারণে অকারণে বের হচ্ছেন এবং রিকসা ও ভ্যান গাড়ি সহ দোকাপাঠ খোলা রেখেছেন ।
শনিবার সকাল থেকে লকডাউনের দশম দিনে ও সেনাবাহিনীর সহযোগিতায় (সহকারী কমিশনার) ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন ও সেনাবাহিনীর উপ অধিনায় মেজর আসিফ তানভীর রেজা খানের নেতৃত্বে সেনা সদস্যরা শহরের কাজির পয়েন্টও ষোলঘর পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর বিরুদ্ধে মামলা করা হয় এবং আরো বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা প্রদান করা হয়।
এ ব্যাপারে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন,বলেন,করোনার প্রকৌপ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় সাধারন মানুষজনকে ঘরের মধ্যে রাখার একটি উদ্যোগ নিতে সেনাবাহিনীর সহায়তায় জীবনের ঝুকি নিয়ে মাঠপর্যায়ে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। মাধারন মানুষজনকে ঘরে রাখতে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মোরশেদ ও সদর থানার এ এস আই মো. সোহেলসহ প্রমুখ।