• কৃষি সংবাদ

    সুনামগঞ্জে রোপা আমন নাবী জাতের বীজ কৃষকে’র মাঝে বিনামূল্যে বিতরণ

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২১ , ১১:২৪:৩৬ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে রোপা আমন নাবী জাতের বীজ কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০২১-২২ মৌসুমে আপদকালীন কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ।

    এসময় বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী।
    তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে বিতরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ। উপজেলার বাদাঘাট,উত্তর বড়দল,বালিজুড়ি,বড়দল দক্ষিণ ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বমোট ১৪০ জন কৃষক/কৃষাণীদের প্রণোদনা হিসাবে ৫ কেজি করে বিনামূল্যে বীজ প্রদান করা হয়।

    আরও খবর

    Sponsered content