প্রতিনিধি ১৫ জুলাই ২০২১ , ২:০০:২০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: করোনার মহামারিতে জনগনকে সচেতন করার পাশাপাশি সুনামগঞ্জে এফবিসিসিআই কর্তৃক ২৫ হাজার সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এফবিসিসিআইয়ের কেন্দ্রীয় এ কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যালয়ের সামনে এসব সুরক্ষা সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন, ডা. সমিত্র চক্রবর্তী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট খন্দকার মুঞ্জর আহমদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুল হক,পরিচালক নুরুল ইসলাম বজলু, মো. নুরুল ইসলাম,নুরে আলম ও জিএম তাহশিদ প্রমুখ।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন,এই প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে বাচঁতে করোনা ভ্যাকসিনের পাশাপাশি মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই তাই সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের আহবান জানান।