প্রতিনিধি ৬ জুলাই ২০২১ , ৬:৩০:৪১ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে ২০০ জনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। (৬ই জুলাই) মঙ্গলবার বিকেলে করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ বিতরণ কৃত সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল,২কেজি ডাল,১লিটার সয়াবিন তৈল,আধা কেজি চিনি,আধাকেজি লবণ,১ প্যাকেট সেমাই, কেজি আটা,আধা কেজি মুড়ি,১টি মিনি সাবান।
তাহিরপুর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস ছোবাহান আখঞ্জি, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,তথ্য ও গবেষনা সম্পাদক স্বপন কুমার রায়,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম,সেলিম আখঞ্জি,উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাশ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক এমরান হোসেন ভীপক,তথ্য প্রযুক্তিলীগ সভাপতি এমদাদনূর,উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান প্রমূখ।খাদ্য সহায়তা বিতরণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ,বিজিবি ও আনসার সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।