প্রতিনিধি ৫ জুলাই ২০২১ , ১১:২৩:১৭ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন,বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রবিবার সকাল থেকেই চতুর্থ দিনের লকডাউনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় ৯জনকে ১ হাজার ৯শ টাকা জড়িমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সকাল থেকে সরকারী আধা সরকারি এনজিওসহ সকল অফিস বন্ধ রয়েছে।উপজেলা সদরের সকল মোরে পুলিশ দাঁড়িয়ে আছে।প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না তারা। তাহিরপুর বাজার,আনোয়ারপুর বাজার,সুলেমানপুর বাজার ও শ্রীপুর বাজারের মাছ বাজার,কাচামালের বাজার,ও ওষুদের দোকান ব্যতীত সকল দোকানপাঠ বন্ধ ছিল।
অভিযানের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সাথে ছিলেন,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ও বিজিবি সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন,রবিবার বিকাল ৫টা পর্যন্ত ৯জনকে ১হাজার ৯শ টাকা জড়িমানা করা হয়েছে। আগামী ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত এ বিধি নিষেধ মেনে চলতে হবে।