• লিড

    সিলেটে পশুর হাট কোথায় বসবে জানা যাবে বুধবার

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২১ , ৪:৪২:১৬ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল,বিশেষ প্রতিনিধিঃ করোনা সংক্রমণ এড়াতে সিলেট নগরীর কোথায় কোথায় পশুর হাট বসানো যায় সে বিষয়ে এখনও ভাবছে জেলা প্রশাসন।

    ইতোমধ্যে সিলেট সিটি করপোরেশন ৮টি স্থানে পশুর হাট বসানোর জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন পাঠানো হয়। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামীকাল বুধবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

    একটি সূত্র জানায়, সিসিকের দেয়া জেলা প্রশাসনের চিঠিতে ৮টি স্থানে পশুর হাট বসানোর জন্য অনুমতি চাওয়া হয়। এরমধ্যে সিলেটের শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়াম, রিকাবীবাজার পয়েন্ট, লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে।

    এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মামুনুর রশীদ জানান, পশুর হাটের ব্যাপারে জেলা প্রশাসন কোন সিদ্ধান্ত এখনও নেয়নি। আগামীকাল বুধবার (১৪ জুলাই) পশুর হাটের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

    সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, সিসিকের পক্ষ থেকে মহানগরীর ৮টি এলাকায় পশুর হাট বসানোর জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত জেলা প্রশাসন থেকে পশুর হাটের ব্যাপারে কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

    আরও খবর

    Sponsered content