• করোনা ভাইরাস নিউজ

    সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যু

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২১ , ১:০৮:১৩ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড় হলো ৫৩৪ জন। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৫৪০ জনের দেহে।

    এছাড়া এই ২৪ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ২১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৪০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৪৫৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৫১৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৯ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২৮৬ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৮১৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৩৯ জন।

    সর্বশেষ তথ্যানুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। যাদের ৪ জন সিলেট ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনায় মৃত্যুবরণ করেছেন মোট রোগীর সংখ্যা ৫৩৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৩০ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারের ৪০ জন ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

    আরও খবর

    Sponsered content