প্রতিনিধি ১৪ জুলাই ২০২১ , ১২:৩৩:৩৮ অনলাইন সংস্করণ
অলি আহমদ, শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাভুক্ত শাল্লার শ্রীহাইলে অবস্থিত মুজিব নগর উদ্বোধন পর আজ বুধবার ১৪ জুলাই দুপুর ১২.০০ ঘটিকায় শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামে অবস্থিত শেখ রাসেল আদর্শ গ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন ছিল বাংলায় কেউ গৃহহীন থাকবে না। জাতির জনকের স্বপ্ন আজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়ন হচ্ছে। আশা করি সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবে না। তিনি আরো বলেন, হাওড়ের রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত একটি উপজেলা শাল্লা। এই উপজেলার চারদিকে বর্ষার পানিতে ভরপুর।পানি বৃদ্ধির সাথে সাথে মাটি ভিজে কিছুটা সংকোচিত হয়ে যায়, যার কারণে কিছু কিছু ঘরে সামান্য ফটলের সৃষ্টি হতে পারে।যদি কোথাও কোন ধরণের ফাটলের সৃষ্টি হয় আমরা তা সাথে সাথে মেরামত করে দেব।কয়েকটি ঘরের পিছনের অংশে সামান্য ফাটল দেখা দিয়েছিল আমরা সেই ঘরগুলো মেরামত করে দিয়েছি । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার মো: ফজলুল করিম, শাল্লা উপজেলা যুবলীগ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম,আটগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বশির আহমেদসহ শেখ রাসেল আদর্শ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।