• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    শাল্লায় বিশেষ অভিযানে ২হাজার লিটার চোলাই মদ জব্দ ৫জন আটক, ৩জনকে সাজা ২জন খালাশ

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২১ , ১:৩৫:০৩ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি- সুনামগঞ্জের শাল্লায় এক বিশেষ অভিযান চালিয়ে ২হাজার লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে। যার স্থানীয় বাজার মূল্য ১৬লাখ টাকা নির্ধারন করা হয়েছে। বুধবার ২৮জুলাই উপজেলার ১নং আটগাও ইউনিয়নের চিকাডুবি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মুক্তাদির হোসেনের নেতৃত্বে শাল্লা থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ অফিসারসহ অভিযান পরিচালনা করা হয়।

    জানা যায়, বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে চিকাডুবি গ্রামের কান্দারহাটির মুতি মিয়ার ছেলে আহাদ নূর, ইয়াছিন মিয়ার ছেলে রাজা মিয়ার বাড়িসহ ১২টি বাড়ি এবং বাড়ির পাশের ডোবা ও কলমী বন থেকে এ বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সেই সাথে আহাদ নূর, রাজা মিয়া, একই ইউনিয়নের শরিফপুর গ্রামের আসাদ আলীর ছেলে মহিবুর, হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের মৃত আজমান মিয়ার ছেলে আকলিম মিয়া ও দিরাই উপজেলার নোয়াগাও গ্রামের জাহেদ মিয়ার ছেলে শফিকুল ইসলামকে আটক করা হয়।
    পরে জব্দকৃত মদ ও সরঞ্জাম উপজেলা সদরে এনে উপজেলা নির্বাহী অফিসার জব্দকৃত মদ ও সরঞ্জামাদি বিনষ্ট করেন। পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত আটককৃত আহাদ নুর, রাজা মিয়া ও আকলিম মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ১বছর করে সশ্রম কারাদন্ডসহ ১শ টাকা হারে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মুক্তাদির হোসেন। অপর দুজনের কোনো সংশ্লিষ্টতা না থাকায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।
    এসময় শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম, অন্যান্য পুলিশ অফিসার, পুলিশ কনস্টেবলসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content