• লিড

    শাল্লবাসীকে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ এর ঈদ উল আজহার শুভেচ্ছা

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২১ , ৪:১২:৫৯ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগ শাল্লা উপজেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী ও দিরাই উপজেলা সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
    সজ্জন ও ভদ্র রাজনীতিবিদ, পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত আল আমিন চৌধুরী ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন- আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি।
    মানুষে মানুষে মহামিলনের এই মহা-আনন্দের দিন উপলক্ষে আমি প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শাল্লা উপজেলা পরিষদের পক্ষ থেকে শাল্লা উপজেলা বাসী, দিরাই উপজেলা বাসী ও বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর সবাইকে জানাই ঈদ মোবারক।
    ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই আমার পরিষদের কর্মকর্তা কর্মচারীদের এবং আমার প্রিয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদেরকে। আপনারা আমার, পরিষদ ও সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করুন- ঈদের শুভেচ্ছা।
    প্রিয় শাল্লাবাসী এবার আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-আযহা এসেছে। বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের থাবা। বাংলাদেশেও এ অদৃশ্য শত্রুর আক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অনেকে মৃত্যুবরণ করছেন।
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরিস্থিতিতে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ নিয়েছেন। ঘোষণা করেছেন নানা প্রণোদনা। ফলে গরিব দুখী মানুষের মুখে হাসি ফুটেছে। আমার বিশ্বাস, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদ-উল-আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।
    কোভিড-১৯ এর উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের ধৈর্য্য, সাহস ও শক্তি প্রয়োজন। আসুন, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সেই তাওফিক দেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ ও প্রবাসে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত/শান্তি কামনা করছি। পাশাপাশি তাদের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
    ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
    পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
    মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার প্রত্যয়ে প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন- আমরা গ্রহণ করি শপথ।
    সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
    শুভেচ্ছান্তে-
    চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরীর)
    চেয়ারম্যান
    উপজেলা পরিষদ শাল্লা, সুনামগঞ্জ।
    সাধারণ সম্পাদক
    বাংলাদেশ আওয়ামী লীগ, শাল্লা উপজেলা।
    তারিখঃ ১৮ জুলাই, ২০২১ খ্রিঃ

    আরও খবর

    Sponsered content