• সংঘর্ষ

    রাজাপুরে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ আহত ৪

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২১ , ১০:৫৫:১১ অনলাইন সংস্করণ

    ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন পারসহ ৪ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যার এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের মধ্যে নয়ন ও সুমন বিশ^াস রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অপর আহতরা হল ছাত্রলীগ নেতা নয়নের দুই ভাই বাবু, সাকিব ও প্রতিপক্ষের সুমন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত রোধ চলে আসছিলো একই বাড়ির প্রতিপক্ষদের সাথে। বিকেলে বাড়ির পাশের ওই জমি জোরপূর্বক ভোগদখল করিতেছে এমন খবর চেয়ে সেখানে যাওয়ার পথিমধ্যে তাদের উপর হামলা চালানো হয়। অভিযোগ অস্বীকার করে সুমন বিশ্বাস পাল্টা অভিযোগ করে জানান, আমাদের বাড়ির পাশে খেলার মাঠে বিকালে খেলা চলিতেছে সেখানে যাবার পথে আমাদের উপরে হামলা চালিয়েছে। এ বিষয় রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content