প্রতিনিধি ৭ জুলাই ২০২১ , ৮:৪২:৪৫ অনলাইন সংস্করণ
মিরপুর (ঢাকা) থেকে নিজেস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশ লক ডাউনের ঘোষণা করেন সরকার। চলতি মাসে প্রথমে ৭ দিনের ঘোষণা হলেও পরে করোনা পরিস্থিতির স্রোত উল্টা দিকে গেলে আরো ৭দিনের ঘোষণা দেওয়া হয়। ঘর ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, সংসারে খরচ, পেটে ক্ষুধা থাকলেও দিনমুজর, রিকশা চালক, ভ্যান চালক,শাকসবজি বিক্রেতাসহ সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। তারা কোনো কারনে বা ভূল করে ঘর থেকে বাইরে বের হলেই তাদের গুনতে হয় জরিমানা অথবা একদিনের কারাবাস। প্রত্যহ শতশত মানুষ গাদাগাদি করে পুলিশের কভার ভ্যানে করে নিয়ে যাওয়ার দৃশ্য অহরহ। অথচ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী কঠোর লকডাউনের ভিতর শতশত যুবলীগের নেতাকর্মীদের জড়োসড়ো করে মিটিং করছেন।
দেখা গেছে রাজধানীর মিরপুর ৭ চলন্তিকা মোড়ে মিল্কভিটা রোডে লোকজনের বিশাল এক সমাগমস্থল করে আলোচনা করেন। সেখানে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন কে ও দেখা গেছে। তাইজুল ইসলাম বাপ্পি জনপ্রতিনিধি হয়েও লকডাউন মানছেনা।তিনি গাদাগাদি করে রাস্তার উপর প্রিয় নেতাদের সাথে কৌশল বিনিময় করেন। উক্ত গাদাগাদি মিটিংয়ে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক যুবদল নেতা চলন্তিকা বস্তিতে রাষ্ট্রের মহা মুল্যবান সম্পদ গ্যাস বিদ্যুৎ পানি অবৈধ সংযোগ দিয়ে মাসে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়া সেই দুলাল ওরফে কারেন্ট দুলাল বর্তমানে ৬নং ওয়ার্ড যুবলীগের হয়ে কাজ করছেন। স্থানীয়রা বলেন যেখানে সরকার লক ডাউন দিয়েছে সবাইকে ঘরে থাকার নির্দেশ রয়েছে। সেখানে যুবলীগের পদধারী নেতারা কিভাবে গা ঘেঁসে দাঁড়িয়ে আলোচনা করে আবার অনেকেই মুখে মাস্ক ছাড়া তারও মিটিংয়ে অংশগ্রহণে দেখা গেছে।
রূপনগর থানা আওয়ামীলীগের পদধারী নেতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন বাপ্পি একজন জনপ্রতিনিধি হয়ে এমন কান্ড জ্ঞানহীন কাজ করবে সেটা আমাদের বোধগম্য নয়। দেশের ভয়ানক পরিস্থিতিতে এভাবে লোক সমাগম করে আলোচনা করা উচিত হয়নি এবং অনেক লোকজন কে দেখলাম তারা নতুন মুখ বিএনপির ছাত্রদল যুবদলের পদধারীরাও যুবলীগের এই প্রোগ্রামে।