• করোনা ভাইরাস নিউজ

    মতলব বাজারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেনা জনসাধারণ!

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২১ , ১০:৩৭:০৪ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ) – চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার থানা সদর বাজারে, ব্যাংক শাখাগুলোতে এমনকি দোকান শপিং সেন্টার ও জরুরী কিংবা যে কোন সেবা সেন্টারগুলোতে মানছেনা যথারীতি স্বাস্থ্য বিধি ও সঠিক সামাজিক দূরত্ব। এছাড়াও প্রায় মাস্ক বিহীন অবস্থায় দেখা যায় মানুষের চলা ফেরা ও কেনাকাটার উপচে পড়া ভীর! ইসলামি ব্যাংক মতলব শাখা ও সোনালী ব্যাংক শাখাতেও চলছে ঠেলাঠেলি, ঘেসাঘেসী ও মিটিং মিছিলের মতো উপচে পড়া ভিড়। যা দূরদূরান্ত থেকে আসা, সুস্থ কিংবা অসুস্থ মানুষের মিলন মেলায় পরিনত হয়। এটা অবশ্যই মতলবের জন্য রীতিমতো একটি বিপদ সংকেত। গত কয়েকদিন ধরে মতলবে করোনা রোগী ও মৃত্যু হার অতীতের চাইতে বেশি পরিসংখ্যানে দেখা গেলেও এখনো চলছে হেয়ালি পনা। মতলব বাজারে কাচা তরকারির দোকান, ফলের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান সহ সকল মার্কেট গুলো নারীদের ভীর ও ঝড়ো হয়ে ক্রয় বিক্রয়ের ও চলাফেরা লক্ষ করা যায়। ঈদের এমন ব্যাস্ততা চলছে অতীতের স্বাভাবিক নিয়মে মতোই৷ সরকারি বিধি নিষেধ ও কোন প্রকার স্বাস্থ্য বিধি মানছেনা রাস্তা ঘাট কিংবা বাজারে। এটা মতলবের জন্য হয়তোবা একটি রেড সিগনাল বা অশনী সংকেত হিসেবে কাজ করছে। আমাদের দ্রুত এমন অবস্থার উন্নতির জন্য কাজ করতে হবে। নতুবা অপেক্ষা করছে সকলের জন্য বিপদ ও মুত্যুর হাতছানি।

    আরও খবর

    Sponsered content